৫-৬ বছর ইসলামিস্ট ফেইসবুকে থেকে একটা জিনিস বুঝতে পারলাম। সফিস্টিকেইশান, মডারেইশান, ক্রিটিকাল থিংকিং, উদারতা, এগুলো সবসময় কিভাবে কিভাবে জানি পশ্চিমা স্ট্যান্ডার্ড অবস্থানের সাথে মিলে যায়। যে অবস্থানটা পশ্চিমের সাথে সবচেয়ে কম সাংঘর্ষিক সেটাই ততো গভীর আর ইলমী 'ইজতিহাদ'। ভারসাম্যপূর্ণ বুঝ আর চিন্তা।
যে যতো বেশি আরবী, ফার্সী, উর্দু, বাংলা জারগন দিয়ে পশ্চিমা অবস্থানের সাথে ইসলামের কোন সংঘর্ষ নাই দেখাতে পারবে সে ততোবেশি বুদ্ধিবৃত্তিক।