আমাদের এই চেনা জগত হল এক মহাজাগতিক দুর্ঘটনার ফলাফল। পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব হল বিবর্তন নামের এক লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, এলেমেলো প্রক্রিয়ার ফসল।

এই ফ্রেইমওয়ার্কের ভেতরে থেকে চিন্তা করলে সর্বোচ্চ ভোগ এবং আনন্দের মাঝেই জীবনের সাফল্য খোঁজা স্বাভাবিক। সেক্যুলার সৃষ্টিতত্ত্ব অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবনের সারসংক্ষেপ হল এই -

এ গল্পের শুরু বীর্য থেকে আর শেষটুকু ধূলোয়। মাঝখানে যা কিছু করে নেয়া যায় তাই লাভ।

Do what you love, love what you do
Because you only live once.

‘তুমি কি তাকে দেখোনি, যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহরূপে গ্রহণ করেছে? তবুও কি তুমি তার যিম্মাদার হবে?’ (সূরা ফুরক্বান, ৪৩)

কাঠামো যাই হোক, এই হল সেক্যুলার ক্রিয়েশন মিথের উপসংহার।