রমাদ্বানের যে ইবাদত আজ বিস্মৃত - কাফিরদের বিরুদ্ধে দুআ করা এবং অভিশাপ দেয়া

ইমাম আয-যুহরি বলেছেন, রমাদ্বানের দ্বিতীয় ভাগে তাঁরা কাফিরদের অভিশাপ দিতেন। তাঁরা বলতেন,
হে আল্লাহ্‌, কাফিরদের ধ্বংস ধরুন, যারা অন্যদের আপনার পথ থেকে বিচ্যুত করে। যারা আপনার রাসূলগণের ওপর অবিশ্বাস করে এবং আপনার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না।

আল-আ'রাজ বলেছেন,
আমি এমন কাউকে দেখিনি যিনি রমাদ্বানে কাফিরদের অভিশাপ দিতেন না।

ইমাম মালিকের মুআত্তাতে বর্ণিত হয়েছে,
হে আল্লাহ্‌, আপনার পবিত্র নাম এবং সিফাতের নামে আপনার দুআ করছি, আপনি কাফিরদের ধ্বংস করে দিন।

সাইয়্যিদিনা উমার ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন,
রমাদ্বানের দ্বিতীয় ভাগ শুরু হলে সুন্নাহ হল বিতরের শেষ রাকাতে কাফিরদের অভিশাপ দেয়া
ইবনু হাজরের মতে বর্ণনাটি হাসান।
২/৫২ التلخيص الحبير