ফ্রেঞ্চ আগ্রাসনের বাদামী সমর্থকদের জবাব

ফ্রেঞ্চ আগ্রাসনের বাদামী সমর্থকদের জবাব

“মুসলিমদের কাছে নবীর সম্মান যেমন পবিত্র, ফ্রেঞ্চদের কাছে সেক্যুলার মূল্যবোধ, বাকস্বাধীনতাও তেমন পবিত্র। এটা মুসলিমদের বুঝা দরকার।” ১। কেন? কেন এটা আমার বোঝা দরকার? ডাকাত তো প্রয়োজনের কারণেই চুরি করে। চোর দরকারে চুরি করে, শখের বসে করে না। অধিকাংশ ধর্...

 6 MIN READ

নবীকে ﷺ ভালোবেসে কী লাভ?

অনেকে বলে, ‘নবীকে ﷺ ভালোবেসে কী লাভ, যদি তুমি তাঁর কথাই না শুনো? যদি তাঁর আদেশ-নিষেধ না মানো?’ আমি বলি, লাভ আছে! অনেক লাভ আছে যদি কোন মুসলিমকে শরীয়াহর বিধান মেনে চলতে উদ্বুদ্ধ করার জন্য এমন কথা বলা হয়, তাহলে আমার আপত্তি নেই। আল্লাহ ও রাসূল ﷺ-এর আনু...

 6 MIN READ

হেফাযতে ইসলাম: উচ্ছাস, হতাশা ও বাস্তবতা

হেফাযতে ইসলাম: উচ্ছাস, হতাশা ও  বাস্তবতা

নিউসফিডে হেফাযতে ইসলামের সমাবেশ নিয়ে ছবি আর পোস্ট ঘুরছে। ঘোষিত ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচী বাইতুল মোকাররম থেকে শুরু করে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘দূতাবাস’ ঘেরাও কর্মসূচীও একইভাবে শুরু এবং ...

 5 MIN READ

ইন্ডিয়ান মুসলিম

নিচের লেখাটা ভারতীয় লেখক সামির খানের এক লেখার* অনুবাদ। পড়ে দেখুন। ইন্ডিয়াতে আজ যা হচ্ছে তা অবধারিত ছিল। ভারতীয় মুসলিমরা বরাবরই রূপকথার রাজ্যে বসবাস করেছে। একদিকে সত্যিকারের শুভাকাঙ্ক্ষীদের নিন্দা করেছে, অন্যদিকে এমন শত্রুর সাথে শোয়ার হবার চেষ্টা...

 5 MIN READ

কনসেন্ট কান্ড!

কনসেন্ট কান্ড!

- দু'জনের পারস্পরিক সম্মতি (consent) থাকলে যা কিছু করো কোন সমস্যা নেই। কিন্তু সম্মতি না থাকলে সেটা রেইপ। - আবার ১৮ বছরের নিচে বয়স হলে সম্মতি দিলেও সেটা রেইপ। কারণ যার বয়স ১৮ বছরের নিচে তার সম্মতি দেয়ার মতো পরিপক্কতা আসেনি। আচ্ছা যদি দু'জনের বয়স ১...

 5 MIN READ

মুসলিম বিশ্বের ওপর ইউরোপের নিয়ন্ত্রন

'স্বাধীন' হবার পর মুসলিম বিশ্বের ওপর ইউরোপের নিয়ন্ত্রন টিকে থাকলো কীভাবে? ঔপনিবেশিক যুগের শেষে ইউরোপীয় দখলদাররা চলে গেলেও মুসলিম ভূখন্ডগুলোর ওপর তাদের নিয়ন্ত্রন পাকাপোক্ত রইলো। আধুনিক ‘মুসলিম রাষ্ট্র’গুলো হল ঐ গাছের শাখাপ্রশাখা, যে গাছের কান্ড বেড...

 4 MIN READ

মদীনা 'রাষ্ট্র'

নবী (ﷺ)-এর হিজরতের সময় মদীনার জনসংখ্যা এবং আয়তন কতো ছিল? প্রশ্নটা করার বিভিন্ন কারণ আছে। মদীনা সনদের কথা বলে আজকাল অনেকে প্লুরালিসম থেকে শুরু করে সেক্যুলারিসম পর্যন্ত জায়েজ করতে চান। কিন্তু মদীনার সমান জনসংখ্যা অথবা আয়তন নিয়ে আজ যদি কোন ‘রাষ্ট্র...

 2 MIN READ

সভ্যতার গ্রাফ

আধুনিক পশ্চিম বলে মানবসভ্যতার গ্রাফ সময়ের সাথে উর্ধমুখী। যতো সময় যাচ্ছে ততো মানুষের অগ্রগতি হচ্ছে। এই অগ্রগতি সামগ্রিক। জ্ঞানবিজ্ঞান, মানবতা, নৈতিকতা, প্রযুক্তি; অগ্রগতি হচ্ছে সব দিকে। যতো সময় যাবে মানুষ ততো উন্নত হবে। সবসময়, গতকালের চেয়ে আগামীর...

 4 MIN READ

জাতীয়তাবাদ

জাতীয়তাবাদ একটা বিপজ্জনক এবং বিষাক্ত ধারণা। মুসলিমদের যে অংশটা পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলার চেষ্টা করে, অনেক বছর ধরে এ কথাটা তারা বলে আসছে। বাংলাদেশ আজ যে অবস্থায় এসে দাঁড়িয়ে আছে তার পেছনে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের বাঙ্গালি জাতীয়বাদের বড় ধরণের...

 4 MIN READ