এ জীবন এক স্বপ্ন, মানুষ ঘুমন্ত।
মৃত্যুতে সে জেগে ওঠে...

অনেক মৃত্যু অনেক সময় আমাদের জেগে ওঠার উপলক্ষ হয়। অটো-পাইলটে চালাতে থাকা জীবনে ঝাঁকি দিয়ে যায়। আল্লাহ সুযোগ দেন আমাদের আত্মজিজ্ঞাসার, আত্ম-অনুসন্ধানের।

আমরা কি সেই সুযোগটা নেই?

কাল মৃত্যু হলে, নিজের কোন কোন কথা আর কাজগুলোর দায়িত্ব নিতে রাজি হবেন?

আর কোন কথা আর কাজগুলো নিয়ে আল্লাহ 'আয্যা ওয়া জাল এর সামনে দাঁড়াতে পছন্দ করবেন?