পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলিম যখন পশ্চিমের সংজ্ঞা অনুযায়ী কোন 'অপরাধ' করে, তখন বর্তমান বিশ্ব ব্যবস্থা আশা করে মুসলিম উম্মাহএই 'অপরাধীদের' বিরোধিতা করবে, তাঁদের নিন্দা করবে, আর ত্যাজ্য করবে। শুধু আশা না, তারা এটা সরাসরি দাবি করে।
আবার,.পৃথিবীর কোন প্রান্তে মুসলিমরা যখন নির্যাতিত হয় তখন আন্তর্জাতিক সম্প্রদায় নিজেরা হাত গুটিয়ে বসে থাকে। সেইসাথে তারা হুকুম করে কোন মুসলিম যেন বর্তমান বিশ্ব ব্যবস্থার ঠিক করে দেয়া ছক আর নিয়মের বাইরে গিয়ে এই নির্যাতন ও যুলুম থামাতে না যায়। যদি কোন মুসলিম তা করে তাহলে সেটা হবে অমার্জনীয় 'অপরাধ'।
আবার,
পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলিম যখন পশ্চিমের সংজ্ঞা অনুযায়ী কোন 'অপরাধ' করে, তখন বর্তমান বিশ্ব ব্যবস্থা মুসলিম উম্মাহর কাছ থেকে এই 'অপরাধের' বিরোধিতা আর নিন্দা আশা করে। শুধু আশা না, তারা এটা সরাসরি দাবি করে...''অপরাধী' মুসলিমদের শায়েস্তা করার জন্য বর্তমান বিশ্ব ব্যবস্থা বৈশ্বিক যুদ্ধ চালায়। তাদের ভাষায় এটা 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে' এবং 'শান্তির জন্য' যুদ্ধ। লাখ লাখ মুসলিমকে শান্তির জন্য যুদ্ধের হত্যা ও নির্যাতনের শিকার হতে হয়।
আবার,
পৃথিবীর কোন প্রান্তে মুসলিমরা যখন নির্যাতিত হয় তখন আন্তর্জাতিক সম্প্রদায় নিজেরা হাত গুটিয়ে বসে থাকে। সেইসাথে তারা হুকুম করে কোন মুসলিম যেন বর্তমান বিশ্ব ব্যবস্থার ঠিক করে দেয়া ছক আর নিয়মের বাইরে গিয়ে এই নির্যাতন ও যুলুম থামাতে না যায়। যদি কোন মুসলিম তা করে তাহলে সেটা হবে অমার্জনীয় 'অপরাধ'...