মানুষের কথার মাধ্যমে যে সীমালঙ্ঘনগুলো হয়, সেগুলোর প্রভাব তার অন্তরের ওপর পড়ে। অন্যদিকে কার মুখ থেকে কী বের হয়, সেটা নির্ভর করে তার স্বভাব আর অন্তরের অবস্থার ওপর।

প্রতিপক্ষের বিরুদ্ধে একজন মানুষ কিভাবে নিজের জিহবাকে ব্যবহার করে সেটা থেকে আপনি তার স্বভাব, চরিত্র, প্রকৃতি সম্পর্কে ধারণা পাবেন। যার অন্তরে অসুখ, তার কথায় সেটার গন্ধ থাকবে।

মূল কথাগুলো সম্ভবত ইবনু কুদামাহ আল মাকদিসি রাহিমাহুল্লাহ এর। নিজের মতো করে বললাম।