ব্রিটেনের নিক্বাব বিতর্ক নতুন করে শুরু হবার পর থেকে পরাজিত মানসিকতার অনেক মুসলিম উঠেপরে লেগেছে নিক্বাবকে একটা "কালচারাল প্র‍্যাকটিস" তথা "সোশ্যাল কন্সট্রাক্ট" প্রমানে। সাদা মনিবকে খুশি করতে এদের অতি ব্যস্ত, অতি উদগ্রীব মনোভাব দেখে কিছুদিন আগে পড়া নিচের কথাটা মনে পড়ে গেল।

গত শতাব্দীতে পশ্চিমা আগ্রাসনের মুখোমুখি হয়ে মুসলিমদের মনোভাব : আমাদের কোন ভূখন্ড ছেড়ে দিলে তোমরা আমাদের শান্তিতে থাকতে দেবে বলো?

এ শতাব্দীতে মুসলিমদের মনোভাব : ইসলামী শরীয়াহর কোন কোন বিষয়গুলো ছেড়ে দিলে আমাদের শান্তিতে থাকতে দেবে বলো?

দিন যায় দ্বীন বেচে।