আমি সময় নষ্ট করা অভ্যাসে পরিণত হতে দেখেছি। পূর্ববর্তীরা এ ব্যাপারে সতর্ক করতেন। সালাফদের অনেকে তাঁদের অতিথিদের বলতেন – “আমার বাসা ছেড়ে যাবার সময় আলাদা আলাদাভাবে যাবেন, যাতে হাঁটার সময় নিজে নিজে কুরআন তিলাওয়াত করতে করতে যেতে পারেন। আর পরে আবার দেখা হলে পরস্পরের সাথে কথা বলতে পারবেন।“

জেনে রাখুন, সময় অত্যন্ত মূল্যবান, এক মুহূর্তও অপচয় করার মতো না। নবী ﷺ বলেছেন – যে বলবে সুবহা-নাল্লাহিল‘আযীম ওয়া বিহামদিহী – জান্নাতে তার জন্য জন্য একটি বৃক্ষরোপণ করা হবে।

চিন্তা করুন এই বিশাল পুরস্কারের কত ঘন্টা আমরা নষ্ট করেছি? দিনগুলো হল শষ্যক্ষেত্রে মতো। যেন আপনাকে বলা হচ্ছে – “যখনই তুমি একটি বীজ বুনবে, তা থেকে তোমাকে হাজারটা মহীরুহ দেওয়া হবে”।

কোন বুদ্ধিমান মানুষ কি বীজ বোনা বন্ধ করে দিতে পারে?

ইবনুল জাওযি রাহিমাহুল্লাহ
সাইদুল খাতির