করোনাভাইরাসের ইস্যু ব্যবহার করে কিভাবে ভারতে মুসলিমবিদ্বেষ ছড়ানো হচ্ছে তা নিয়ে বেশ কিছু আলোচনা মিডিয়াতে এসেছে। কিন্তু অনেক ছাকনি পাড় হয়ে থেকে থেকে মিডিয়াতে যা উঠে আসে, সেটা বাস্তবতার ছোট্ট এক ঝলক মাত্র। মুসলিমের বিরুদ্ধে ঘৃণা উৎপাদনের এই ক্যাম্পেইনের বিস্তৃতি, গভীরতা এবং মাত্রা সম্পর্কে আমরা একেবারেই বেখেয়াল।

উত্তর ভারতের মুসলিমদের তুচ্ছার্থে 'কাটুয়া' ডাকা হয়। কেন?

নিচের অংশটা দিবয়েশ আনান্দ- এর "হিন্দু ন্যাশনালিযম ইন ইন্ডিয়া অ্যান্ড দা পলিটিক্স অফ ফিয়ার' বইয়ের 'পর্নোসেক্সুয়ালাইযিং দা মুসলিম' অধ্যায় থেকে।

যদি ব্যাপারটা একটা ঠান্ডা মাথার জেনোসাইডাল পরিকল্পনার অংশ না হতো, তাহলে হয়তো এটা নিয়ে হাসাহাসি করতাম।

ছবিতে কী লেখা আছে বাংলা করলাম না, দেখা যাবে ফেইসবুক আবার আইডি ডিসেইব্যল কিংবা রেস্ট্রিক্টেড করে দিয়েছে।