সমাজ, রাষ্ট্র মেনে নেবে না বলে গন্তব্যে পৌছানোর জন্য ঘুরপথে হাটি অনেক, অনেকদিন। লাভ হয় না। যে প্রত্যাখ্যান, প্রতিকূলতা এড়াতে চেয়েছিলাম, সবই মেনে নিতে হয়। দাম দিতে হয় সেই একই, কিন্তু প্রাপ্তির খাতা শূন্য। শেষ পর্যন্ত আবিষ্কার করি আমাদের বেছে নেয়া ঘুরপথ আসলে এক গোলকধাঁধা। পথ হারিয়েছি অনেক আগেই। এবার থামতে হয়। খুজতে হয় নতুন পথ।

এখন তবে কী করা?

আরো ঘুরপথে গন্তব্য পৌছানোর চেষ্টা করা। আগের চেয়ে আরো ঘন, কালো, জমাটবাধা অন্ধকারে প্রবেশ করা।